বাংলা শিক্ষণ বিজ্ঞান প্রশ্নোত্তর

 ২০১৭ সনের বাংলা শিক্ষণ বিজ্ঞানের প্রশ্নোত্তরঃ

১(ক)প্রাথমিক স্তরে ব্যাকরণ  শিক্ষাদানের প্রয়োজনীয়তা কী?শ্রেণিকক্ষে ব্যাকরণের ধারণা আপনি কীভাবে দিবেন তা বিস্তারিত আলোচনা করুন।

১(খ)শিশুর বিকাশমান জীবনে মাতৃভাষার ভূমিকা উল্লেখ করুন।শিশুর মানসিক বিকাশে পরিবারের সদস্য হিসেবে আপনার কী করণীয় তা ব্যাখ্যা করুন। 

2017-১(গ)কোন ধরণের পাঠককে সাবলীল পাঠক বলা হয়?আপনার বিদ্যালয়ের শিশুদেরকে সাবলীল পাঠক হিসেবে গড়তে কী কী পদক্ষেপ নিবেন তা আলোচনা করুন? 

২০১৭-১(ঘ) শোনা ও বলা দক্ষতার গুরুত্ব উল্লেখ করুন?শোনা ও বলা দক্ষতার উন্নয়নের জন্য আপনি কী কী কৌশল অবলম্বণ করবেন?

 ২০১৭-২(ক)আপনি কীভাবে শিশুদের বানান শিখাবেন তার দুটি কৌশল লিখুন?

২০১৭-২(খ)ভাববস্তু কী?প্রাথমিকস্তরের বাংলা পাঠ্যপ্রস্তুকে "দেশপ্রেমমূলক"বিষয়বস্তু অন্তভূক্তির যৌক্তিকতা লিখুন। 

2017-2( গ)'সাবলীল পাঠনে অন্যতম সমস্যা যুক্তবর্ণ ভালভাবে চিনে না'-আপনি এই সমস্যা সামাধানে কী কী কৌশল অবলম্বন করবেন?

২০১৭-২(ঘ) শিশু কীভাবে ধবনিগত সচেতনা লাভ করবে লিখুন? 

২০১৭-২(ঙ)একজন সৃজনশীল লেখকই হচ্ছে স্বনির্ভর লেখক-উক্তিটি ব্যাখ্যা করুন। 

২০১৭-২(চ)বাংলা বর্গীয় ব্যঞ্জনবর্ণ উচ্চারনের বিন্যস্ত ছকটি উল্লেখ করুন।

২০১৭-২(ছ) পাঠ্যবইয়ের পাশাপাশি কীভাবে শিশুদের এস আর এম ব্যবহারে উদ্ধুদ্ধ করবেন? 

২০১৭-২(জ)আনুষ্ঠানিক লেখা শুরু করার পূর্বে আপনি শিশুদের কী ধরণের কাজ দিবেন তা উল্লেখ করুন?

 ২০১৭সনের ৩ নং এর সঠিক উত্তরঃ

২০১৮ সনের প্রশ্নোত্তরঃ- 

 ১৮-১(ক)'পালকির গান'কোন শ্রেণির পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত?এই কবিতা শ্রেণিতে উপস্থাপনের শিখন-শেখানো কৌশল বর্ণনা করুন।

 ১৮-১(ঘ)প্রাথমিক স্ত্রের শিক্ষার্থীদের ভাষিক দক্ষতা বিকাশে ছোটগল্পের ভূমিকা কী?ছোটগল্প পাঠদানের পদ্ধতিসমূহ আলোচনা করুন।

 ১৮-১(গ)পাঠন দক্ষতা কী?পঠন কত প্রকার?শিক্ষার্থীদের সরবপাঠ দক্ষতা উন্নয়নে আপনার করনীয় ব্যাখ্যা করুন।

 ১৮-১(খ)বাংলা ভাষার মূল উপাদান কী কী?শিক্ষার্থীদের সুকুমারবৃত্তির বিকাশে মাতৃভাষার গুরুত্ব আলোচনা করুন। 

১৮-২(ক)বাংলা বিষয় শিক্ষকের চারটি গূণাবলি লিখুন। 

১৮-২(খ)২০০৩ সালের সাক্ষরতার ধারণাসমূহ লিখুন। 

১৮-২(গ)প্রমিত বাংলায় কথা বলার জন্য শিক্ষার্থীদের আপনি কিভাবে উদ্ধুদ্ধ করবেন?

১৮-২(ঘ)আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতের লেখা উন্নয়নে কী কী কলাকৌশল ব্যবহার করবেন? 

১৮-২(ঙ)ভাববস্তু কী?বাংলা বিষয়ের মাধ্যমে আপনি শিক্ষার্থীদের কীভাবে নৈতিক বিকাশ ঘটাবেন?

১৮-২(ছ)'শব্দ জ্ঞান'বলতে কী বুঝেন?শিশুর শব্দ জ্ঞান বৃদ্ধি করার দুইটি কৌশল উল্লেখ করুন। 

১৮-২(জ)'সৃজনশীল লেখা কী?শিক্ষার্থীদেরকে অনুচ্ছেদ লিখনে কীভাবে সহায়তা করবেন?

১৮-৩ সঠিক উত্তর খাতায় লিখুন।

২০১৯ সনের বাংলা শিক্ষণ বিষয়ের প্রশ্নোত্তরঃ 

৯-১(ক)'শিশুর বিকাশমান জীবনে মাতৃভাষার ভূমিকা অপরিসীম'-বাংলা শিক্ষক হিসেবে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করুন। 

১৯-১(খ)প্রাথমিক স্তরে ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা কি?আপনি প্রাথমিক স্তরে কিভাবে ব্যাকরণের ধারণা দিবেন তার কৌশলসমূহ আলোচনা করুন? 

১৯-১(গ)ছড়া পাঠের মাধ্যমে শিশুর কি কি দক্ষতা অর্জিত হয়?শোনার দক্ষতা বৃদ্ধির শিখন-শেখানোর কৌশল আলোচনা করুন।

১৯-১(ঘ)লেখার পুর্ব-প্রস্তুতিমুলক কাজগুলি কি কি?শিশুর সার্বিক বিকাশের ক্ষেত্রে লেখার দক্ষতার তাৎপর্য বিশ্লেষণ করুন। 

১৯-২(ক)সাক্ষরতা কী?বিভিন্ন প্রকার সাক্ষরতার নামগুলো লিখুন। 

১৯-২(খ)শিখনফল কী?শিখনফল্ভিত্তিক মূল্যায়নের প্রয়োজনীয়তা আলোচনা করুন। 

১৯-২(গ)বাগযন্ত্র কী?বাগযন্ত্র কীভাবে ধবনি সৃষ্টির করে?

 ১৯-২(ঘ)নীরব পাঠ কাকে বলে?এর প্রয়োজনীতা।

১৯-২(ঙ)প্রাক-প্রাথমিক শ্রেণিতে গল্প বলার ক্ষেত্রে চারটি কৌশল লিখুন

১৯-২(চ)বলা দক্ষতার উন্নয়নে শিক্ষকের ভূমিকা।

১৯-২(ছ)শিশুর পঠন দক্ষতা মূল্যায়নের চারটি কৌশল।

১৯-২(জ)শিশুর সৃজনশীলতা বিকাশে পঠনের গুরুত্ব লিখুন। 

১৯-২(ঞ)লেখা দক্ষতার ভূমিকা লিখুন। 

১৯-২(ঝ)পড়ার মূল উদ্দেশ্য কি?

 ১৯-৩ সঠিক উত্তরটি খাতায় লিখুন।

 

 

Comments

Popular posts from this blog

আইসিটি ও ডিজিটাল কনটেন্ট

MCQ/বহুনির্বাচনী পরীক্ষার লিঙ্কসমূহ ও পরীক্ষার প্রস্তুতি।

আইসিটি ও লাইব্রেরী প্রশ্নোত্তর