বিজ্ঞান বিষয়জ্ঞান প্রশ্নোত্তর

 ২০১৭ সনের প্রশ্নোত্তরঃ 

 ১৭-১(ক)প্রকৃতিতে বাস্তুসংস্থান কেন প্রয়োজন ব্যখ্যা করুন।একটি পুকুরের বাস্তুসংস্থানের প্রবাহচিত্র অঙ্কন করুন।পুকুরের সবুজ জলজ শেওলা জাতীয় উদ্ভিদ না থাকলে কী সমস্যা হবে ব্যখ্যা করুন।

 ১৭-১(খ)'পানি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সহজলভ্য তরল'উদ্ভিদ ও পানীর জীবনে পানির প্রয়োজনীয়তার আলোকে উক্তিটি বিশ্লেষণ করুন।পানি দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ বর্ণনা করুন। 

১৭-১(গ)পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে কেন গ্রিনহাইজ ইফেক্টের সাথে তুলনা করা হয়?ব্যখ্যা করুন।পৃথিবীর এই তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশেকী কী সমস্যার সম্মুখীন হচ্ছে ও হবে শনাক্ত করুন।জলবায়ু পরিবর্তণ ও বৈশ্বিক উষ্ণায়ন রোধে করণীয় কী? আলোচনা করুন। 

১৭-১(ঘ) স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন কী? বিদ্যালয়ে একটি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরি করতে কী কী ধাপে কাজ করতে হবে বর্ণনা করুন।স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন রক্ষণাবেক্ষণের উপায়গুলি লিখুন

১৭-২(ক) নিচের বিভিন্ন জীবগুলো দিয়ে একটি খাদ্যজাল তৈরি করুনঃ-

১৭-২(খ)মাটিতে জৈব পদার্থ ও পানির ভূমিকা ব্যখ্যা করুন। 

১৭-২(গ) আমাদের দেশ বিরূপ আবহাওয়াজনিত কী কী প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়?

১৭-২(ঘ)জাঙ্ক খাদ্য কী?শিক্ষার্থীকে জাঙ্ক খাদ্য গ্রহণে নিরুৎসাহিত করার ক্ষেতে শিক্ষক হিসেবে আপনার ভূমিকা কী?

১৭-২(ঙ)সূর্য না থাকলে পৃথিবী নামক গ্রহটি জীব বসবাসের অনুপযোগী হয়ে যেত-কীভাবে?চারটি যুক্তি লিখুন। 

১৭-২(চ)ইন্টারনেটের চারটি ব্যবহার লিখুন। 

১৭-২(ছ)সুষম খাদ্য বলতে কী বুঝায়?উদাহরণসহ ব্যখ্যা করুন। 

১৭-২(জ)উদাহরণের সাহায্যে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের ব্যখ্যা দিন।

 ১৭-৩ সঠিক উত্তরটি খাতায় লিখুন

২০১৮ সনের প্রশ্নোত্তর   

 ১৮-১(ক)পরিবেশের জীব উপাদানের ভারসাম্য রক্ষায় খাদ্যজালের ভূমিকা উদাহরণসহ ব্যাখ্যা করুন।পরিবেশ দূষণ কিভাবে পরিবেশের জড় উপাদানসমূহের ভারসাম্য নষ্ট করে?পরিবেশের চারটি উপাদানের ক্ষেত্রে তা ব্যাখ্যা করুন।

 ১৮-১(খ)সুষম খাদ্য কী?সুষম খাদ্য তালিকা তোইরি করার ক্ষেত্রে কী কী নিয়ম মানা উচিৎ?শিক্ষার্থীরা যাতে জাঙ্ক খাদ্য গ্রহণ না করে সেক্ষেত্রে শিক্ষক হিসেবে আপনার ভূমিকা কী?

 ১৮-১(গ)(১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীর নিকট পরিচিত আবহাওয়া সম্পর্কিত এমন চারটি প্রাকৃতিক ঘটনার নাম লিখুন এবং কোনো একটি ঘটনা ব্যাখ্যা করুন।পানিচক্র আলোচনা করুন। 

১৮-১(ঘ)বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদগুলো বর্ণনা সহকারে লিখুন।এসব প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যভার কীভাবে করা উচিৎ।

 ১৮-২(ক)খাদ্যজাল বলতে কী বুঝেন তা উদাহরণসহ লিখুন। 

১৮-২(খ)বায়ু প্রবাহকে আমরা কী কী কাজে লাগাতে পারি?

 ১৮-২(গ)নক্ষত্র কী?নক্ষত্র থেকে কীভাবে শক্তি উৎপন্ন হয়ে গ্রহ বা উপগ্রহে পৌচ্ছায়? 

১৮-২(ঘ)শ্রেণিকক্ষে খাবার স্যালাইন তৈরির পদ্ধতি অনুশীলন করানোর সময় বিজ্ঞানের প্রক্রিয়াকরণ দক্ষতা কীভাবে প্রয়োগ করবেন তা লিখুন। 

১৮-২(চ) 3R সম্পর্কে লিখুন।

১৮-২(ছ)বিজ্ঞান ও প্রযুক্তির পারস্পরিক নির্ভরশীলতা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন।

১৮-২(জ)সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের মধ্যে চারটি পার্থক্য লিখুন।

 ১৮-৩ সঠিক উত্তরটি খাতায় লিখুন।

২০১৯ সনের প্রশ্নোত্তরঃ

১৯-১(গ)তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?বর্তমানে তথ্য ও প্রযুক্তির যুগে আপনি কীভাবে তথ্য সংগ্রহ,সংরক্ষণ ও ব্যবহার করবেন তা বিস্তারিত লিখুন।

১৯-১(ঘ)পানিবাহিত রোগসমূহ কি কি?আপনার জানা দুটি পানিবাহিত রোগের লক্ষণ,বিস্তারের কারণ ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা।পানিবাহিত রোগ থেকে বাচাঁর সাধারণভাবে করণীয় কাজসমূহ কী কী বলে আপনি মনে করেন?

 19-২(ক)সালমান্ডার ও উটপাখি মেরুদন্ড প্রাণীর কোন শ্রেণিভূক্ত এবং কেন?

 ২০১৯-২(খ)লাটিমের মতো পৃথিবীর দুই ধরণের ঘূর্ণন রয়েছে-এর পক্ষে আপনার যুক্তি লিখুন।

 ১৯-২(গ)"শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়"-উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন।

 ১৯-২(ঘ)অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ এর যথাযথ ব্যবহার ও সংরক্ষণ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।

 ১৯-২(ঙ)বিয়োজক কি?বিয়োজকের ভূমিকা কি?

১৯-২(চ)আবহাওয়া ও জলবায়ুর মধ্যে চারটি পাথক্য লিখুন।

 ১৯-২(ছ) গ্রীন হাউজ গ্যাস কি?"বায়ুমন্ডলে থাকা গ্রীন হাইজ গ্যাসসমূহ জীবকুলের জন্য আশীর্বাদ"-কেন?

 ১৯-২(জ)সুষম খাদ্য কী?স্নেহ জাতীয় খাবার বেশি খেলে কি ধরনের অসুবিধা দেখা দেয়?

 ১৯-৩ সঠিক উত্তরটি খাতায় লিখুন।

 2021 science sk first shift solution

Comments

Popular posts from this blog

আইসিটি ও ডিজিটাল কনটেন্ট

MCQ/বহুনির্বাচনী পরীক্ষার লিঙ্কসমূহ ও পরীক্ষার প্রস্তুতি।

আইসিটি ও লাইব্রেরী প্রশ্নোত্তর